Recent Comments

About Me Admin

My photo
সুজাউল সিনয়র মাদ্রাসা

Featured post

সহজেই জেনে নিন কে কে আপনার ফেসবুক প্রোফাইল দেখছে! Now =Easily know who is watching your Facebook profile!

Hello World অনেকেই হয়ত এটা আগে থেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্য আজ লিখছি। মূলত আমার সকল টিউন ই ন্তুন্দের উদ্দেশ্য করে লেখা...

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

Tanvir

Tanvir
Tanvir

Subscribe

Translate

Recent Posts

”Blogger
”Blogger

Posts

”Blogger

Pages

Advertisement

Friday 16 September 2016

লন্ডনে ২০ দলীয় জোটের তীব্র বিক্ষোভে শেখ হাসিনার তিনবার হোটেল পরিবর্তন

  তানভির খান       Friday 16 September 2016
লেখক ব্লগার তানভির

লন্ডনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা

কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে শেখ
হাসিনার তিন তিনবার হোটেলে পরিবর্তন। সর্বশেষ
লন্ডনের কোনো হোটেলে নিরাপদ মনে না করে
আতঙ্কিত শেখ হাসিনা ওয়াজেদ লন্ডন থেকে দূরের
এক গ্রামের ব্লোকিংহাম শায়ারের স্টক পার্ক
গলফ ক্লাবের পিছনের গেইট দিয়ে প্রবেশ করে।
বিরোধীজোটের নেতাকর্মীরাদের তীব্র
বিক্ষোভের মুখে গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন
শেখ হাসিনা। আবারো প্রতিবাদ আবারো শেখ
হাসিনার ইমেজ সংকট। নির্দলীয়, নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বিরোধী
রাজনৈতিক নেতাকর্মীদের দমন-পীড়নসহ গুম-খুন
ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ এবার
ছড়িয়ে পড়েছে লন্ডনেও তীব্রভাবে।
যেখানে হাসিনা সেখানেই প্রতিরোদ এমন
স্লোগান এখন বিএনপি কর্মীর মুখে মুখে। এরই সাথে
যোগ দিচ্ছেন অন্যান রাজনৈতিক ও সামাজিক
সংগঠনগুলো। ফলে শেখ হাসিনার এইবার লন্ডনে
যাত্রা বিরতি নিয়ে তৈরী হয়েছে টান টান
উত্তেজনা। এইবার লন্ডনে যাত্রী বিরতিকে কেন্দ্র
করে ব্লোকিংহাম শায়ারের স্টক পার্ক গলফ
ক্লাবের হোটেলের সামনে স্থানীয় সময় বিকেল
সাড়ে ৩টা থেকে ৮ টা পর্যন্ত ব্যাপক বিক্ষোভ
প্রদর্শন করে ২০ দলীয় জোটের নেতা কর্মীরা ও
যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনের বিএনপি, যুবদল,
স্বেচ্ছাসেবক দল, জাসাস, তরুণ দল, মহিলা দল, এবং
প্রবাসী বাংলাদেশিসহ সকলস্থরের হাজার হাজার
নেতাকর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ
করেন। । তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনা
হোটেলের গেইটের কিছু দূরে গাড়ী ঘুরিয়ে হাসিনা
তাঁর দলের নেতাদের ও ডিজিএফআই গোয়েন্দাদের
সবুজ সংকেতের অপেক্ষা করতে থাকে ।
গোয়েন্দাদের পরামর্শে হোটেলের পিছন দিয়ে
প্রবেশ করে।
এ সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
সিদ্দীকি নাজমুল আলমের নেতৃত্বে কিছু নেতাকর্মী
হোটেলের মূল গেইটে অবস্থান করে আর ২০ দলীয়
জোটের হাজার খানেক নেতাকর্মীরা বৃষ্টির মতো
আওয়ামী লীগকে লক্ষ্য করে বোতল, পঁচা ডিম, ঝাড়ু,
জুতা, ঢিল ছুড়ে মারতে থাকে আর জীবন বাঁচাতে
আওয়ামী লীগের কর্মীরা পুলিশের পিছনে বসে
পড়ে। তীব্র বিক্ষোভের মুখে আওয়ামী লীগের
নেতারা হোটেলে ঢুকে পড়ে কিছু গাড়িতে করে
পলায়ন করে। এইবারের লন্ডন সফরকে কেন্দ্র করে
ব্যাপক গোয়েন্দা তৎপরতা হাসিনা বৃদ্ধি করে বৃটিশ
বাংলাদেশীদের বিক্ষোভের মুখে থেকে বাঁচতে
কিন্তু ফলাফল উল্টে হলো অতীতের যেকোনো
বিক্ষোভ থেকে এবারের বিক্ষোভে বেশি
পরিমাণে ২০ দলীয় জোটের নেতা কর্মী ছাড়াও
বৃটেন প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ
অংশ গ্রহণ
করে ।
২০ দলীয় জোটের আন্দোলনকারীরা শেখ হাসিনার
বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। পরিস্হিতি
নিয়ন্ত্রণ করতে পাঁচ শতাদিক বৃটিশ পুলিশ খিমশিম
খায়। এবারের বিক্ষোভে ব্রিটিশ গোয়েন্দা
সংস্থার সদস্যদের উপস্থিত লক্ষ্য করার মতো ছিল ।
শেখ হাসিনা যতদিন লন্ডনে অবস্থান করবে ততদিন
এই হোটেলের সামনে ২০ দলীয় জোটের নেতা
কর্মীরা বিক্ষোভ করবে বলে জানান বিএনপি’র
সভাপতি এম এ মালেক।
মুহাম্মদ নূরে আলম বরষণ লন্ডন থেকে
logoblog

Thanks for reading লন্ডনে ২০ দলীয় জোটের তীব্র বিক্ষোভে শেখ হাসিনার তিনবার হোটেল পরিবর্তন

Previous
« Prev Post

No comments: